News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম-রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে নীতিগত অনুমোদন

চট্টগ্রাম-রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনে নীতিগত অনুমোদন

ঢাকা: চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহমাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫ এবং রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর ফলে দু’টি কলেজকে নতুনভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্ন্তভুক্ত হবে। ফলে এ দু’টিসহ দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে তিনটি।

তিনি বলেন, মন্ত্রিসভা কিছু পর্যবেক্ষণ দিয়েছে এবং মতামত সাপেক্ষে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, গত বছরের মার্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করার বিষয়ে ঘোষণা দিয়েছিলেন । এটি তারই ধারাবাহিতকা।

খসড়াটি এখন বিল আকারে সংসদে পাঠানো হবে। সেখানে পাস হওয়ার পর নতুন এ দু’টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুযায়ী সরকার এ বছরই নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে চায়।

নতুন এ দুটি বিশ্ববিদ্যালয়ে নয়টি পোস্ট গ্রাজুয়েট অনুষদ থাকবে। এর মধ্যে মেডিসিন, সার্জারি, বেসিক চিকিৎসা, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, মেডিকেল টেকনোলজি, মেডিকেল সামাজিক বিজ্ঞান ও বিকল্প চিকিৎসা অনুষদ থাকবে।

প্রসঙ্গত, গত বছরের মার্চে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন। তখন ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার কথা বলা হলেও কর্মচারীদের আন্দোলনের মুখে তা থেমে যায়। 

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়