শিশুদের সঙ্গেই ‘বৈষম্য’ শিশু একাডেমির
ঢাকা: জাতীয় শিশু একাডেমিতেই বৈষম্যের শিকার হয়েছে পথশিশুরা।
রোববার সন্ধ্যায় শিশু একাডেমিতে চলমান বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে পথশিশুরা এ বৈষম্যের শিকার হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শিশু একাডেমি এ বইমেলার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্য শিশুরা চেয়ারে বসার সুবিধা পেলেও ময়লা শরীর আর ময়লা কাপড় থাকায় পথশিশুরা চেয়ারে বসা থেকে বঞ্চিত হয়। তাদেরকে চেয়ারের সামনে পড়ে থাকা ময়লা কার্পেটে বসতে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু নিশ্চয়ই এ দৃশ্য দেখলে খুশি হতেন না।”
পথশিশুদের সঙ্গে এ বৈষম্যের বিষয়টি নিয়ে শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, “আমিতো তখন ওখানে ছিলাম না। আমি খোঁজ নিচ্ছি কারা এ কাজটি করেছে। এটা খুবই দুঃখজনক, এটা তো ওদেরই অনুষ্ঠান।”
পথশিশুদের সঙ্গে এই ব্যবহারে আমি মর্মাহত উল্লেখ করে সেলিনা হোসেন আরও বলেন, “শিশু শিশুই। তাদের সঙ্গে এমন ব্যবহার মেনে নেয়া যায় না। আমি এখনই খোঁজ নিচ্ছি কারা এর সঙ্গে জড়িত।”
উল্লেখ্য, গত ১৯ মার্চ থেকে অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় ১৯ মার্চ থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে চলছে শিশু একাডেমী বইমেলা ২০১৫। দশদিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম