News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৩, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ভূমি অফিসে অগ্নিসংযোগে জড়িতদের জমি বাজেয়াপ্তের নির্দেশ

ভূমি অফিসে অগ্নিসংযোগে জড়িতদের জমি বাজেয়াপ্তের নির্দেশ

আন্দোলনের নামে ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ইসলামিক ফাউন্ডেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। অনুষ্ঠানে চলমান অবরোধে জানমালের ক্ষয়ক্ষতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, "একটি রাজনৈতিক দল যাদের নামের সাথে ইসলাম শব্দ যুক্ত আছে এবং তাদের দোসর বিএনপি মিলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে- এটা তো গণহত্যার শামিল। তারা গণহত্যাই চালাচ্ছে।"

সম্প্রতি হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে ভূমি অফিসগুলোতে অগ্নিসংযোগের ঘটনায় প্রধানমন্ত্রী বলেন, "আমি আমাদের গোয়েন্দা সংস্থাকে বলছি-যে করেই হোক এদের খুঁজে বের করতে হবে। যারা আগুন দিয়ে জমির দলিলপত্র পোড়াচ্ছে তাদের, তাদের বাপ-দাদার যতো জমি আছে সব বাজেয়াপ্ত করা হবে।”

প্রধানমন্ত্রী বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা। তারা ক্ষমতায় এসে সাধারণ মানুষকে তো মেরেছেই, গ্রেনেড মেরে আমাদের সংসদ সদস্যকেও হত্যা করেছে। এখন ক্ষমতায় না থাকলেও তাদের সে হত্যাযজ্ঞ চলছে। পেট্রোল-ককটেল মেরে তারা মানুষ পুড়িয়ে মারছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে উঠছে তখনই আগুন দিয়ে সম্পূর্ণ জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত। এটা দুর্ভাগ্যজনক। তারা বিশ্ব ইজতেমা ও ঈদ-ই-মিলাদুন্নবীর সময়ও হরতাল-অবরোধ করে মানুষ হত্যা করেছে। এরা কীভাবে ইসলামে বিশ্বাস করে? এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান হবে না। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোনো ধর্মেরও সম্পর্ক নেই। জঙ্গিবাদীরা সন্ত্রাসী, সন্ত্রাসই তাদের ধর্ম। এ সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়