ভূমি অফিসে আগুন: বিএনপি-জামায়াতের ৬ কর্মী আটক
সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলা ভূমি অফিসে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলা ভূমি অফিসের নাজির ওসমান গণি বাদী হয়ে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন।
ওইদিনই দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের রওশন আলী খান (৪২), পৌর এলাকার ঝিকিড়া গ্রামের তুহিন আলম (৩৫), রুবেল (২১), মো. মনিহার (৩৪), মো. মিন্টু (২৮) ও বিপুল কুণ্ডু।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা মামলা দায়ের ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার মধ্যরাতে উল্লাপাড়া উপজেলা ভূমি অফিসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ভূমি অফিসের পাঁচটি কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার ও ফটোস্ট্যাট মেশিন পুড়ে ছাই হয়ে যায়। কারণ অনুসন্ধানে শনিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম