News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪২, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২০

‘বন্দুকযুদ্ধে’ ফকিরাপুলের তরুণী হত্যার আসামি নিহত

‘বন্দুকযুদ্ধে’ ফকিরাপুলের তরুণী হত্যার আসামি নিহত

ঢাকা: রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে শাহজাহানপুরের টিটিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোবারক উল্লাহ মন্টি (২৭)। তিনি ফকিরাপুলে তরুণীকে খুন করে লাশ সাত টুকরো করার ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানা গেছে।

র‌্যাবের দাবি, মন্টি তার সহযোগীদের নিয়ে টিটিপাড়ায় অবস্থান নিয়েছেন এমন সংবাদ পেয়ে ভোরে র‌্যাবের একটি দল ওইখানে অভিযান চালায়। এসময় দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় মন্টি পড়ে থাকে।

তাকে উদ্ধার করে ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।

অপরদিকে ফকিরাপুলে সুমি নামে ওই তরুণী হত্যার মামলায় শনিবার দুপুরে ফকিরাপুল থেকে এক যুবককে আটক করে র‌্যাব। তবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক আটকের তথ্যটি নিশ্চিত করলেও আটক ব্যক্তির নাম বলেননি।

উল্লেখ্য, ১০ মার্চ ফকিরাপুলের কালভার্ট রোডের গরম পানির গলিতে এক তরুণীর সাত টুকরো লাশ পাওয়া যায়।

সেখানে একটি ফাঁকা প্লট থেকে একটি হাত এবং কাছাকাছি দূরত্বে আর একটি হাত ও একটি পা পাওয়া যায়। মাথা উদ্ধার করা হয় পাশের বাড়ি ১৯৩/১ রোকেয়া মঞ্জিলের চতুর্থ তলা থেকে। ওই বাড়িতেই মন্টি থাকতেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়