News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৯, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২০

পানি পানকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ২

পানি পানকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত ২

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুরে পানি পান করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মারাত্নভাবে আহত হয়েছেন দুই ব্যক্তি।

আহতদের প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহতরা হলেন, জেলা শহরের ঝিনুকমালা আবাসনের বাসিন্দা হাশেম মুন্সীর ছেলে কামরুজ্জামান (৪৫) ও চর খাজুরা গ্রামের আবুর আলীর ছেলে আকরাম হোসেন (১৮)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মুকিম পুর গ্রামের আনোয়ার লষ্করের ছেলে সুমন জানান, ‍"বাড়ি ফেরার পথে আরাপপুর বাস স্টপেজে আলমগীরের চায়ের দোকানে পানি খাওয়ার জন্য সে, আকরাম ও কামরুজ্জামান দাড়ায়। দোকানদারের কাছে পানি চাইলে  সে পানি দিতে অস্বীকৃতি জানায়। এসময় আকরাম পানি দেওয়ার জন্য আবারও অনুরোধ করলে দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়।  কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আশিসহ আরো কয়েকজন তাদেরকে হামলা করে। হামলাকারীরা আকরামকে উপর্যপুরি ছুরিকাঘাত করে মারাত্নকভাবে আহত করে। তাকে রক্ষা করতে গেলে কামরুজ্জামানকেও উপর্যপুরি ছুরিকাঘাত করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: নাজমুল কবির জানান, ‍"আহতদের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, "এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চায়ের দোকানদারের ভাই স্থানীয় নিকারী পাড়ার আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।"

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়