মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২
হবিগঞ্জ: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাড়িয়া হাইওয়ে ইন হোটেল নামক স্থানে শনিবার সন্ধ্যা আটটার দিকে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা দুই মোটর সাইকেল আরোহী যুবক ঘটনা স্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা আটটার দিকে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ অভিমুখী একটি মোটর সাইকেল দিয়ে দুই যুবক যাবার পথে উল্লিখিত স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই দুই মোটর সাইকেল আরোহীর দেহ ছিন্নভিন্ন হয়ে হয়ে যায়।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম