মন্ত্রিসভায় উঠছে না আইসিটি আইনের সংশোধনী
ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুন্যাল (আইসিটি) অ্যাক্টের সংশোধনী সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাস হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার আইন মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের ডেপুটি প্রসিকিউটর জেইম স্টুয়ার্টের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের জানান, আইসিটি আইনে মানবতাবিরোধী অপরাধের দায়ে জড়িত সংগঠনের বিচারের জন্য এ আইন সংশোধন চূড়ান্ত করা হয়েছে। এ সংশোধনীতে মন্ত্রিসভার সম্মতি নিতে হবে। তার পরে সংসদে পাস করাতে হবে। তবে তিনি আশা করেন দ্রুত সময়ের মধ্যে (মার্চ মাসে) এটি মন্ত্রিসভার সম্মতি পাবে।
আইনমন্ত্রী জেইম স্টুয়ার্টের সঙ্গে বৈঠকের বিষয়ে বলেন, ‘বাংলাদেশে তিনি এসেছেন শিক্ষা সফরে। যেহেতু বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতে বেশ কিছু মামলা চলছে। এসব বিষয় তিনি জানতে এসেছেন। পাশাপাশি তিনি আমাদের দেশের মানুষকে জানাতে এসেছেন।’
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস, বঙ্গবন্ধু হত্যা মামলা, মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়ায় বাধা দেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি এসব বিষয় শুনেছেন কোনো মন্তব্য করেন নি।’
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’
নিউজবাংলাদেশ.কম/ সুমন/ এমএম
নিউজবাংলাদেশ.কম