ঢাকা সিটির প্রথম নারী মেয়র প্রার্থী হেলেন
ঢাকা: ঢাকা (উত্তর) সিটি করপোরেশনে প্রথমবারের মতো নারী মেয়র প্রার্থী হতে যাচ্ছেন হেলেনা জাহাঙ্গীর হেলেন।
রাজনীতিতে সক্রিয় না হলেও নারী শিল্প উদ্যোক্তা হিসেবে তিনি বেশ সরব। পাশাপাশি মানবাধিকার ও সমাজ সেবা নিয়ে কাজ করেন হেলেন। ইতিমধ্যে মেয়র প্রার্থী হিসেবে নগরজুড়ে তার প্রচারণাও দেখা গেছে।
‘প্রয়োজন পরিবর্তন’ স্লোগান নিয়ে মাঠে নেমেছেন হেলেন। তিনি বলেন, “নারী হিসেবে নয়, মানুষ হিসেবে আমি মানুষের পাশে থাকবো। আমার নির্বাচনও কোনো রাজনৈতিক দল, দলীয় কর্মী-সমর্থকদের জন্য না, কেবলই সাধারণ মানুষের জন্য।”
আর সবার মতো নাগরিক সঙ্কট ও সমস্যা দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন হেলেন। তবে সাধারণ নাগরিক যাতে সহজেই সুবিধা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে চান এ নারী প্রার্থী।
হেলেন মনে করেন, জাতীয় নির্বাচনের পর ডিসিসি নির্বাচনটিও একটি বড় ফ্যাক্টর। তার বিগত দিনের কাজের পরিণতি তাকে এই শহরের মেয়র হতে উদ্বুদ্ধ করেছে।
নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারেও আশাবাদী হেলেন বলেন, “জয়-পরাজয়ের মধ্য দিয়ে সব কাজের সফলতা নির্ধারণ করা যায় না। তৃতীয় বিশ্বের এই বাংলাদেশে নারী মুখ তুলে তাকাতে পারছে, এটি যেমন সত্যি, তেমনি নারীকে আজও ঘরের অন্ধ প্রকোষ্ঠে আর্তনাদ করতে হচ্ছে।”
তিনি জানান, তার মেয়রপ্রার্থীতা হচ্ছে নারী জাগরণের ধারাবাহিকতায় আরও একটি আওয়াজ তোলার মতো। যে আওয়াজের মধ্য দিয়ে নারী স্বাধীনতার বিষয়ে যৌক্তিক পরিস্থিতি তৈরি করতে সাহায্য করবে। রাজধানী ঢাকাকে সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা শহর করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে জানান হেলেন।
এক পুত্র ও দুই কন্যার জননী হেলেনা জাহাঙ্গীর মূলত দেশের ব্যবসা শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি একাধারে নিট কনসার্ন প্রিন্টিং ইউনিট, জয় অটো গার্মেন্টস লিমিটেড ও জে.সি অ্যামব্রয়ডারি অ্যান্ড প্রিন্টিং ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের দুই শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর সদস্য তিনি। এছাড়া গুলশান সোসাইটি, গুলশান অল কমিউনিটি ক্লাব, গুলশান হেলথ ক্লাব, বারিধারা ক্লাব ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক ক্লাবের সদস্য এ নারী উদ্যোক্তা।
২০১১ সালের ১ ডিসেম্বর থেকে ডিসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম শুরু হয়। গত ১৮ মার্চ নির্বাচন কমিশন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ২৮ এপ্রিল এ তিন সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১৯৯৪ সালে ডিসিসির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। ২০০২ সালে ডিসিসির দ্বিতীয় নির্বাচনেও কোন নারী মেয়র প্রার্থী ছিলেন না। তৃতীয়বারের এ নির্বাচনে এখন পর্যন্ত নারী প্রার্থী হিসেবে হেলেনাই রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম