News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ১ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৩, ১৭ জানুয়ারি ২০২০

বিচারের জন্য সরকারের ওপর চাপ অব্যাহত রাখুন

বিচারের জন্য সরকারের ওপর চাপ অব্যাহত রাখুন

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়ের বাবা শিক্ষাবিদ অজয় রায় বলেছেন, ‘সন্তানহারা বাবা বলছি, অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারের জন্য সরকার ও প্রশাসনের উপর চাপ অব্যাহত রাখুন।’

রোববার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিজিৎ রায়ের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। ছেলের কফিনের সামনে দাঁড়িয়ে অজয় রায় সরকার ও প্রশাসনের উদ্দেশে বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার করে প্রশাসনের স্বচ্ছতা প্রমাণ করুন। নইলে আপনাদের উপর জনগণের কোনো আস্থা থাকবে না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই অধ্যাপক বলেন, ‘অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ সরকার ও প্রশাসনকে দুর্বল ভাববে।’ এ সময় তিনি জামায়াতসহ সব সাম্প্রদায়িক দল নিষিদ্ধের জন্য বিশেষভাবে আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, নিরাপত্তা বাড়ানোর জন্য। কিন্তু প্রশাসন থেকে বলা হয়েছে, হুমায়ুন আজাদের ওপর হামলার মতো ঘটনা আর পুনরাবৃত্তি হবে না। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। কিন্তু এই কী নিরাপত্তা?’

উল্লেখ , উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির কাছে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আফরিন বন্যাও গুরুতর আহত হন। ঘটনার সময় তারা বই মেলা থেকে বাসায় ফিরছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।

নিউজবাংলাদেশ.কম/ এমএম

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়