সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু
ঢাকা: রাজধানীর শ্যামপুরের ঢাকা ম্যাচ এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান। তার শরীরের ৭৫ ভাগ দগ্ধ হয়েছিলো।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল এনামুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনায় চারজন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে এনামুল হক মারা গেছেন। অন্য দগ্ধরা হলেন- জাবিদুল ইসলাম (৪৫), সাইফুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪০)। তারা ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম