গৃহবধূ হত্যা, শ্বশুর আটক
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ববিতা খাতুন (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সে কুলবাড়িয়া গ্রামের চান মিয়ার স্ত্রী।
শনিবার বিকাল তিনটার দিকে উপজেলার কুলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ নিহতের শ্বশুর শহিদুল ইসলামকে আটক করেছে।
হরিনাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী নিউজবাংলাদেশ.কমকে জানান, “উপজেলার কুলবাড়িয়া গ্রামের চান মিয়া ও তার স্ত্রী ববিতা খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে গতরাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। এরপর রাতে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে। শনিবার বিকাল তিনটার দিকে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।”
এরশাদুল কবির আরও জানান, “ঘটনার সাথে জড়িত সন্দেহে ববিতার শ্বশুর শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। বাকিরা এখনও পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশি অভিযান চলছে।”
নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ববিতা খাতুন সদর উপজেলার ভিটসর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম