News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৮, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১২:০৪, ৬ এপ্রিল ২০২০

নিউমোনিয়ার ভেকসিন ক্যাম্পেইন শুরু

নিউমোনিয়ার ভেকসিন ক্যাম্পেইন শুরু

ভোলা: দীর্ঘ প্রতীক্ষার পর নিয়মিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে নিউমোনিয়া টিকা। ভোলায় শনিবার থেকে এক বছরের কম বয়সি ৫৫ হাজার শিশুকে পোলিও ও নিমোনিয়ার টিকা দেয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে।

সরকারিভাবে এই প্রথম এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সকালে ভোলা সদর হাসপাতাল, পৌরসভা, বোরহানউদ্দিন ও দৌলতখানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ফরিদ আহমেদ এবং নিজ নিজ উপেজলার স্বাস্থ্য কর্মকর্তারা। যেসব শিশুর বয়স ১৪ সপ্তাহ কেবল ওই শিশুরাই নিউমোনিয়ার টিকার প্রথম ডোজ পাচ্ছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক  ডা. আব্দুল ওহাব হাওলাদার জানান, “ভোলা অঞ্চলে নিমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রতি বছর ১০/১৫ জন শিশু মারা যায়। এ মৃত্যু ঝুঁকি কমাতে নিউমোনিয়া টিকা দেয়ার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিভাগ ও সরকার।”

ক্যাম্পেইনের আগে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোলা সদরে ক্যাম্পেনইন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়