চিতলমারীর দুবাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ ২
চিতলমারী: বাগেরহাটের চিতলমারীতে একরাতে দুবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের গুলিতে স্বাস্থ্য সহকারীসহ দুজন গুলিবিদ্ধ হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার গভীর রাতে চিতলমারী উপজেলার চরবানিয়ারি ইউনিয়ন গরীবপুর গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে।
ডাকাতিকালে আহতরা হলেন-চিতলমারী উপজেলার গরীবপুর গ্রামের শততম কুমার মণ্ডলের স্ত্রী পরিবার পরিকল্পনা স্বাস্থ্য পরিদর্শক স্নেহলতা রানা (৩৬) ও প্রতিবেশী হোমিও চিকিৎসক সুকেন মণ্ডল (৫৬)।
পুলিশ ও আহতের পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ৬/৭ জনের একদল সশস্ত্র ডাকাত প্রথমে শততম কুমার মণ্ডলের দরজা ভেঙে ঘরে ঢুকে সকলকে জিম্মি করে চার ভরি স্বর্ণালংকার ও ১৪ হাজার টাকা লুট করে নেয়। এ সময় বাধা দিলে ডাকাতরা গুলি ছোঁড়ে। গুলিতে স্নেহলতা রানা (৩৫) বুকে গুলিবিদ্ধ হন।
অপরদিকে এ ঘটনার পরপরই প্রতিবেশী হোমিও চিকিৎসক সুকেন মণ্ডলের ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতরা দুভরি স্বর্ণালংকার ও ১০ হাজার টাকা লুট করে নেয়। তাদের গুলিতে সুকেন মণ্ডল আহত হন।
এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার সরকার ডাকাতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতদের ছুঁড়া গুলিতে দুজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম