News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১০, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া: শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক দিনব্যাপী স্থানীয় সম্পাদকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।

ইউএনডিইএফ এর সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার ১০ জন সম্পাদক অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক শামসুদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম অফিসার রেজাউল হক এবং কোর্স কো-অর্ডিনেটর মোহাম্মদ আরজু মিয়া।

নিউজবাংলােদশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়