কুড়িগ্রামে মাসব্যাপি কুটিরশিল্প মেলা শুরু
কুড়িগ্রাম: স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। শনিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ সংলগ্ন কুড়িগ্রাম মুক্তিযোদ্ধা স্মৃতিফলক মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌর কমিশনার রোস্তম আলী ও সাংবাদিক আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন ।
তহুরা ডেকোরেটর ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুর এর যৌথ উদ্যোগে মাসব্যাপী হস্ত ও কুটিরশিল্প মেলায় ৭৫টি স্টল অংশ নিয়েছে। এছাড়াও মেলায় আকর্ষণ বাড়াতে শিশুদের জন্য নাগরদোলা, দোলনা, গাড়ি খেলা, ট্রেন জার্নির ব্যবস্থা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম