বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঢাকা: রাজধানীর স্বামীবাগে একটি বাসার বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম তাহা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটি বাসার ফ্লোরে খেলা করছিল। তার মা বাসার অন্য কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটি হামাগুড়ি দিয়ে বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে যায়।
পরে তার মামা আরিফ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম