নাছিরের পক্ষে কাজ করবেন মহিউদ্দিন
চট্টগ্রাম: সিটি নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী হিসেবে আ জ ম নাছির উদ্দিনের নাম চূড়ান্ত করার পর তার পক্ষে কাজ করার ঘোষণা দিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
শুক্রবার গণভবনে দলের বৈঠকে মেয়র প্রার্থী হিসেবে নাছিরকে সমর্থন জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাছির চট্টগ্রাম নগর আওয়ামী লীগেরর সম্পাদক।
দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার পর শনিবার চট্টগ্রাম ফিরে নাছিরের প্রতি নিওেজর সর্মথন ঘোষণা করেন।
এবারের নির্বাচনে অংশ নেয়ার প্রবল ইচ্ছে ছিল চট্টগ্রামে তিন বার নির্বাচিত মেয়র মহিউদ্দিনের। কিন্তু দলীয় প্রধানের সমর্থন না পাওয়ায় তিনি নাছিরের পক্ষেই কাজ করবেন।
এ বিষয়ে তিনি দুই-একদিনের মধ্যে নাছিরকে নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনের পরিকল্পনা তুলে ধরা হবে।
তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি।”
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম