কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পানিতে ডুবে তানজিলা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেশ্বরচান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশ্বরচান্দা গ্রামের তোরাব আলীর শিশুকন্যা তানজিলা বাড়ির পাশের একটি গর্তের কাছে খেলা করছিল। খেলা করতে করতে সে অসাবধনতায় গর্তের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম