News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৭, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২০

৩৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ৫

৩৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ আটক ৫

ঢাকা: রাজধানীতে জালটাকা প্রস্তুতকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (ডিবি)। এ সময় ৩৫ লাখ টাকার জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।  

আটককৃতরা হলেন- মনির খান (২৪), ইয়াকুর ফকির (২০), মো. রুবেল গাজী (২৫), মো. সাহাবুদ্দিন (৩২) ও নাজমুল ইসলাম (১৮)।

শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে রমনা মডেল থানার ৫৪ নম্বর বড় মগবাজার আল্লার দান বিরিয়ানি হাউজেরর চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে জালনোটসহ অর্ধকোটি টাকা সমমূল্যের জিনিসপত্র জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে আছে টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রঙ, নিরাপত্তা সূতা, চারটি ল্যাপটপ, একটি ডেস্কটপ, তিনটি প্রিন্টার ও দুটি কাটার। 

শনিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিসি (পশ্চিম) শেখ নাজমুল আলম ও এডিসি মো. সাইফুল ইসলাম।

অভিযান পরিচালনা করেন এএসপি নাসের জনি।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়