News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১৮, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২০

ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ আহত ৩

ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল নামক স্থানে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল মিয়া (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে। আহতদের মধ্যে ইমরান হোসন, কাশেম মিয়া ও মোহাম্মদ হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মালবাহী ট্রাক ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিল। পথে রামরাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজি অটোরিকশার চার যাত্রী আহত হন। পরে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে জেলা সদর আহসপাতালে আনার পথে বাবুল মিয়া মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়