News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৩৩, ২১ মার্চ ২০১৫
আপডেট: ১৫:১৯, ১৮ জানুয়ারি ২০২০

আশুলিয়ায় তুলার গুদামে আগুন

আশুলিয়ায় তুলার গুদামে আগুন

সাভার: আশুলিয়ায় গভীর রাতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা গুদামঘরের পাশে কয়েকটি বসতবাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

শুক্রবার রাত একটার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার মান্নান ভূইয়ার তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা রাতে হঠাৎ মান্নান ভূইয়ার তুলার গুদামে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদাম ঘরে ও আশেপাশের কয়েকটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ডিইপিজেড, সাভার, ধামরাই ও টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে গুদাম ঘরে থাকা কয়েক লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, ‘এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়