News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৮, ২০ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২০, ১৮ জানুয়ারি ২০২০

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

সাভার: আশুলিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং তিন জন আহত হয়েছে। নিহতের নাম ইয়াছিন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার পলাশ বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, “আশুলিয়ার পলাশবাড়িতে আমার স্কুল সরকারির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই দলের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায় এলবিডাব্লিউ (লেগ বিফোর উইকেট) আউট হওয়া সিদ্ধান্ত নিয়ে উভয় দলের মধ্যে বাক-বিতণ্ডা  হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে বাতনটেক দলের ইয়াছিন নামে এক জনকে স্ট্যাম্প ও ইটের মাধ্যমে আঘাত করে প্রতিপক্ষের খেলোয়াড়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সন্ধ্যা সাতটায় ইয়াছিনের মৃত্যু হয়।”
 
এ ঘটনায় আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিহত ইয়াছিন আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করত।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়