চট্টগ্রামে আ জ ম নাছির আ.লীগের প্রার্থী
চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে দলের নগর শাখার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রার্থী চূড়ান্ত করতে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের শুক্রবার সন্ধ্যায় গণভবনে ডাকেন । সেখানে আ জ ম নাছিরকে সমর্থন দেওয়ার দলীয় সিদ্ধান্ত হয়।
দলের সভাপতিমণ্ডলির প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশররফ হোসেন বৈঠক শেষে জানান, “সর্বসম্মতভাবে আ জ ম নাসিরকে মেয়র প্রার্থী করা হয়েছে। সবাইকে একসঙ্গে তার হয়ে কাজ করতে বলেছেন নেত্রী।”
চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান।
এ সময় চট্টগ্রামের তিন বারের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাসির, চট্টগ্রাম উত্তরের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, চট্টগ্রামের সাংসদ আফসারুল আমীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, নগর কমিটির সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি, নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ ছালাম উপস্থিথ ছিলেন। কেন্দ্রীয় নেতাদের মধ্যে তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম ও আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিলও বৈঠকে ছিলেন।
নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির ছাড়াও আবদুচ ছালাম ও নুরুল ইসলাম বিএসসি এবার প্রার্থী হবার কথা শোনা যায়।
নাছির ১৯৮১ ও ১৯৮৩ সালে দুবার ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি এবং ১৯৮৫ সালে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক নাছির।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম