News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৭, ১ মার্চ ২০১৫
আপডেট: ২৩:১০, ৭ ফেব্রুয়ারি ২০২০

অভিজিতের মরদেহ নেয়া হচ্ছে বুয়েটে

অভিজিতের মরদেহ নেয়া হচ্ছে বুয়েটে

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়ের মরদেহ তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নেয়া হচ্ছে।

রোববার সকাল সাড়ে দশটার দিকে নিহত এ ব্লগারের বাবা অজয় রায়ের উপস্থিতিতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুয়েটের উদ্দেশ্যে নেয়া হয়। এসময় অজয় রায় বলেন, ‘যেহেতু অভিজিৎ বুয়েটে পড়াশোনা করেছেন, তাই তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে শেষ বারের মত তার মরদেহ নেয়া হচ্ছে।’

তিনি আরো জানান, অভিজিৎ এর মরদেহ বুয়েটে নেয়ার পর টিএসসি চত্ত্বরে নেয়া হবে। সবশেষে পুনরায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বুঝিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির কাছে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আফরিন বন্যাও গুরুতর আহত হন। ঘটনার সময় তারা বই মেলা থেকে বাসায় ফিরছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়