লক্ষ্মীপুরে লাশ উদ্ধার, নিজেদের কর্মী দাবি আ.লীগ-বিএনপির
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গোলাম মাওলা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটিকে নিজেদের কর্মীর বলে পাল্টাপাল্টি দাবি করেছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত গোলাম মাওলা জেলার সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিলের সুবহানপুর চৌকিদার বাড়ীর আবদুল মান্নানের ছেলে।
সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব শেরপুর-কাশিপুর এলাকার কাজী বাড়ীর সুপারী বাগানে গাছের সঙ্গে হাত-পাঁ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
দত্তপাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জামাল উদ্দিন জানান, মাওলাকে সন্ত্রাসীরা পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে নিরাপদ ভেবে এই এলাকায় রেখে গেছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই
নিউজবাংলাদেশ.কম