সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকের কবিতা চর্চা
সিঙ্গাপুরে ১০ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করছে। ঘরবাড়ি, আত্মীয়-পরিজন ফেলে তারা সেখানে বছরের পর বছর কাটিয়ে দেন শুধুমাত্র জীবিকার তাগিদেই।
সিঙ্গাপুরে বাংলাদেশিরা কাজ করে মূলত নির্মাণ ও জাহাজশিল্পে। আর এখাতেই সিঙ্গাপুরে তাদের আয় সবচেয়ে বেশি।
অভিবাসী এসব শ্রমিকের মধ্যে থেকেও কিছুটা আলাদা একজন। তিনি মহম্মদ শরীফ। বউ-বাচ্চা দেশে রেখে তিনি ২০০৯ সালে পাড়ি জমান সিঙ্গাপুরে।
কিন্তু ভুলতে পারেননি প্রিয়তম স্ত্রীর মুখ। ভুলতে পারেননি সন্তানের মুখের ঊষারাঙা টুকটুকে হাসি। আর তাই সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর তিনি লিখতে বসেন তার অনূভূতির কথা।
বন্ধুহীন শহরে এভাবেই তিনি একাকিত্ব আর একঘেয়েমি কাটান। কবিতার শব্দের ভেতর অনবরত খুঁজে চলেন ফেলা আসা স্মৃতিমুখর মুখ। স্ত্রীর শাড়ির আঁচল। সন্তানের টলোমলো পা। হাওয়া দোলানো সবুজ ধানখেত।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম