কামারুজ্জামান মোটেই বিচলিত নন
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করে ফিরে গেছেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এসময় কামারুজ্জামান মোটেও বিচলিত ছিলেন না বলে জানিয়েছেন তার আইনজীবী শিশির মো. মুনির।
শনিবার সকাল দশটা ৪০ থেকে এগারটা ৩৫ মিনিট পর্যন্ত কারাগারের ভেতরে ছিলেন পরিবারের সদস্যরা। কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে আসেন তার স্ত্রী নূরুন্নাহার, মেয়ে আফিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, শ্যালক আবুল কালাম আজাদ, ভাগ্নে সানোয়ার হোসেন এবং ৩ ভাগ্নি রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা জাহান।
দেখা করার পর পরিবারের বরাত দিয়ে আইনজীবী শিশির মো. মুনির সাংবাদিকদের জানান, কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন যথাসময়েই করা হবে। কামারুজ্জামান মোটেই বিচলিত নন। তিনি তার পরিবারের সদস্যদের কাছে উচ্চ আদালতে রিভিউ করে খালাস পাবেন বলে ফের আশাবাদ ব্যক্ত করেছেন। রিভিউ নিষ্পত্তির পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন কামারুজ্জামান।
গত ১৯ ফেব্রুয়ারি কামারুজ্জামান তার আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ও মৃত্যু পরোয়ানা জানার পর থেকে এ দিন গণনা শুরু হয়েছে। ফলে আগামী ৫ মার্চের মধ্যে রিভিউ করতে হবে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি(বর্তমান প্রধান বিচারপতি) এসকে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের আপিল মামলার পূর্ণাঙ্গ এ রায় দেন। বেঞ্চের অন্য তিন সদস্য হচ্ছেন বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
নিউজবাংলাদেশ.কম