News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

দুর্নীতিবিরোধী ঘোষণা মেয়র পদপ্রার্থী মানিকের

দুর্নীতিবিরোধী ঘোষণা মেয়র পদপ্রার্থী মানিকের

ঢাকা: ‘দুর্নীতি করব না, কাউকে করতেও দেয়া হবে না’ স্লোগানকে সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণ থেকে মেয়র পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ব্যাবসায়ী কাজী মো. সাইদুর রাহমান মানিক।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মিলিত নাগরিক মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মলনে এ ঘোষণা দেন মানিক।

সংবাদ সম্মলনে সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. হোসেন মোল্লা বলেন, এই শহরের নাগরিকরা সব সময় দুর্বিষহ জীবন যাপন করে। কারণ বিগত নগর পিতারা ঢাকা শহরের মূল সমস্যাগুলোর সমাধান করেনি। তাই আজ আমরা মানিক ভাইকে মেয়র হিসাবে দেখতে চাই।’

ঢাকা শহরের উন্নয়নের জন্য নতুন কিছু করবেন এবং এই জন্যই তাকে নির্বাচিত করার আহবান জানিয়ে নাগরিকদের সমর্থন চেয়েছেন সাইদুর রাহমান মানিক।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়