টিএসসিতে আশার গুড়ে বালি!
ঢাকা: এটা কোন কথা? বাংলাদেশের খেলা, তাও আবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। অথচ টিএসসিতে খেলা দেখার ব্যবস্থা নেই। ভেবেছিলাম বন্ধুদের সাথে নিয়ে বড় পর্দায় খেলা দেখব। এখন দেখছি সে আশার গুড়ে বালি। একথা জানালেন নাফিস নামের এক ক্রিকেট ভক্ত।
যাত্রাবাড়ী থেকে বন্ধুদের সাথে টিএসসি চত্বরে বড় পর্দায় খেলা দেখতে এসেছিলেন নাফিস। এসে খেলা দেখার ব্যবস্থা না পেয়ে হতাশ হন তারা। দূর-দূরান্ত থেকে তার মতো অনেকেই টিএসসিতে খেলা দেখতে এসে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।
ভারত-বাংলাদেশ খেলা নিয়ে এখন সারাদেশে চলছে টানটান উত্তেজনা। তবে এ খেলা নিয়ে টিএসসিতে তারুণ্যের যে উচ্ছ্বাস এর আগে সবার চোখে পড়ত এবার তা আর নেই। কেননা অন্যান্য বারের মতো এবার টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়নি।
এ কারণে আজ সকাল থেকেই এ চত্বরটি ঘিরে বিরাজ করছে তারুণ্যের হাহাকার। আজ বাংলাদেশ-ভারত মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ চলাকালে টিএসসিতে গিয়ে এমন চিত্রই দেখা গেছে।
নিউবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম