রাজধানীতে ৩টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক
ঢাকা: রাজধানীতে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃতের নাম ফরহাদ। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভালবার, একটি পাইপগান ও একটি ম্যাগাজিন পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে র্যাব ২। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম