News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:১০, ১৭ জানুয়ারি ২০২০

কৃষকদের মামলা তুলতে ব্যাংকগুলোকে নির্দেশ

কৃষকদের মামলা তুলতে ব্যাংকগুলোকে নির্দেশ

সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

একইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের খেলাপি ঋণ আদায় স্থগিত রাখা অথবা নতুন ঋণ প্রদান অথবা পুনঃতফসিল সুবিধা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে কৃষকদের বিরুদ্ধে মামলা না করা, অনাদায়ী ঋণ আপসের মাধ্যমে আদায়ের পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরও দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ কৃষককে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, তামাদি ঋণগুলো নিয়মিত করতে আপসরফার মাধ্যমে ইতিমধ্যে করা মামলা প্রত্যাহার বা নিষ্পত্তি করার ব্যবস্থা নিতে হবে।

একইসঙ্গে মাসিক ভিত্তিতে মামলা নিষ্পত্তি বা প্রত্যাহার করা হলো তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে।

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়