News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

‘মালয়েশিয়ায় অর্থপাচারকারীরা সমাজের উঁচুতলায় বাস করছেন’

‘মালয়েশিয়ায় অর্থপাচারকারীরা সমাজের উঁচুতলায় বাস করছেন’

ঢাকা: মালয়েশিয়ায় সেকেন্ডহোমে অর্থপাচারের বিষয়টি দেশের সবচেয়ে বার্নিং ইস্যু। যারা এ অর্থপাচারে যুক্ত তাদের বিরুদ্ধে দুদক কাজ করছে। বেশকিছু তথ্যও তারা পাচ্ছে। এক্ষেত্রে দুদকের কাছে যাদের নাম এসেছে তারা সমাজের অনেক উঁচুতলায় বাস করছেন। একথা জানিয়েছেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।

আজ বুধবার রাজধানীর সেগুন বাগিচায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এ বছর জুনের মধ্যে দুদক বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ চুক্তির উদ্দেশ্য, অবৈধভাবে মালয়েশিয়ার সেকেন্ডহোমে বিনিয়োগকারীদের আটক করা।

দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আনকাটেড ও ইউনাইডেট নেশনস কনভেনশন অ্যাগেইন্টস করাপশন (আনকাক) সদস্য হয়েছে বাংলাদেশ।

তিনি আরো জানান, এখানে সদস্য হওয়ার কারণে বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে সমাঝোতা চুক্তি স্বাক্ষর করতে পারছে। এরই মধ্যে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদে এবিষয়ে একটি প্রস্তাবনাও পাঠানো হয়েছে।

দুদক কমিশনার আশা প্রকাশ করেন, জুন মাসের মধ্যে ওই সমঝোতা স্বারক সাক্ষর করা হবে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়