News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

সব স্কুলে বিনামূল্যে কিডনির চিকিৎসা

সব স্কুলে বিনামূল্যে কিডনির চিকিৎসা

ঢাকা: দেশের সব স্কুলে বিনামূল্যে শিশুদের কিডনি পরীক্ষা করা হবে। কোনো শিশুর কিডনিতে সমস্যা পাওয়া গেলে বিনামূল্যে চিকিৎসাও দেয়া হবে। জাতীয় ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির উদ্যোগে সারা দেশে পর্যায়ক্রমে এ কর্মসূচি চলবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বুধবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্কুলের ৪০০ শিক্ষার্থীর কিডনি পরীক্ষার আয়োজন করে জাতীয় কিডনি ইনস্টিটিউট।

প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের উপস্থিতিতে ইনস্টিটিউটের পরিচালক কাজী রফিকুল আবেদীন স্কুলের শিশুদের বিনামূল্যে শিশুদের কিডনি পরীক্ষা ও চিকিৎসার উদ্যোগের কথা জানান।

রাজধানী উচ্চ বিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর কিডনি পরীক্ষা হয়, তাদের মধ্যে শতকরা পাঁচজনের কিডনি রোগ শনাক্ত হয়েছে।

স্কুলের শিশুদের জন্য এ উদ্যোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা, বোনের স্নেহ নিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।”

প্রধানমন্ত্রী শিশুদের খুব ভালোবাসেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শিশুদের মধ্যে তার ছোট ভাই রাসেলকে খুঁজে পান।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “বদলে দেয়ার যে প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছিল, এজন্য আর বেশিদিন ধৈর্য ধরতে হবে না।”

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়