News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪২, ২৮ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০২০

সিলেট ও কক্সবাজারে অভিজিৎ হত্যার বিচার দাবি

সিলেট ও কক্সবাজারে অভিজিৎ হত্যার বিচার দাবি

শুক্রবার বিকালে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যে কায়দায় লেখক হুমায়ুন আজাদকে হত্যা করেছিল, একই কায়দায় লেখক অভিজিৎ রায়কে হত্যা করেছে।

ধর্মীয় মৌলবাদীরা একের পর এক লেখক, প্রতিশীল মানুষদের হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানের মতোই একটি জঙ্গি ও সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়।

বক্তারা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের হোতা ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত,  লেখক-সাংবাদিক অপূর্ব শর্মা, অনলাইন

এক্টিভিস্ট রাজীব রাসেল, একুশ তাপাদার, অসিম দাশ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সভাপতি সহিদুজ্জামান পাপলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ।

এদিকে, অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়