News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৩, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ১৬:০০, ৫ মে ২০২০

‘গেজেট আকারে প্রকাশ করলেই কার্যকর হবে’

‘গেজেট আকারে প্রকাশ করলেই কার্যকর হবে’

ঢাকা: প্রতিবন্ধীদের জন্য প্রণীত আইন রহিত করে রাখা হয়েছে। গেজেট আকারে এ আইন প্রকাশ করলেই তা কার্যকর হবে। আজ বুধবার এক মতবিনিময় সভায় একথা জানিয়েছেন বক্তারা।

ঢাকা রিপোর্টাস ইউনিটির গোলটেবিল মিলনায়তনে সোসাইটি অব দি  অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স আয়োজিত প্রতিবন্ধী মানুষের ন্যায় বিচারে আইনগত সহায়তা শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় বক্তারা সংশয় প্রকাশ করেন সরকার গেজেট আকারে কবে নাগাদ আইন প্রণয়ন করবে তা নিয়ে। তারা আরো বলেন, ২০১৩ সালে প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা নামে যে আইন হয়েছে তার ৩১ ও ৩৬ ধারায়  প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রধান এবং বৈষম্য নিধন ও ক্ষতিপূরণ প্রদানের কথা আছে। অথচ তা মানা হয় না।

সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম বলেন, প্রতিবন্ধীদের জন্য বেসিক আইন রয়েছে। অথচ আমাদের বেশিরভাগ মানুষ এ আইন বিষয়ে জানেন না। আর তাই প্রতিবন্ধী জনগোষ্ঠি অবহেলার শিকার হয়। সবাইকে প্রতিবন্ধীদের অধিকার ও এ বিষয়ে আইন সম্পর্কে জানতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সরকার ও বিচারপতিরা যদি একটু সহায়তা করে এবং সজাগ দৃষ্টি দেয় তবে প্রতিবন্ধীরা তাদের আইনগত অধিকার পাবে।

সভায় জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অ্যাড. ফাওজিয়া করিম বলেন, প্রতিবন্ধীদের জন্য অধিকাংশ জায়গা নির্ধারতি নয়। পাবলিক টয়লেটগুলোতেও তাদের জন্য সংরক্ষিত ব্যবস্থা নেই।

তিনি আরো জানান, কর্মক্ষেত্রে প্রতিবন্ধীদেরকে সহায়তা করা হয় না। তাদেরকে উপযুক্ত সম্মান দেয়া হয় না।
সভায় বক্তারা জানান, ন্যায়বিচার পেতে যেসব জনগোষ্ঠি বঞ্চিত তাদের বড় অংশ প্রতিবন্ধী। তাদেরকে আইন সম্পর্কে সচেতন করতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,  সোসাইটি অব দি  অ্যান্ড সাইন  ল্যাঙ্গুয়েজ ইউজার্সের সভাপতি এম. ওসমান খালেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিসঅ্যাবিলিটি কাউন্সিলর ইন্টারন্যাশনালের নির্বাহী বোর্ড সদস্য মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থার উপ পরিচালক রকিবুল ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়