News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৪, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

অগ্নিকাণ্ডে চার সহোদরের বসতঘর ভস্মীভূত

অগ্নিকাণ্ডে চার সহোদরের বসতঘর ভস্মীভূত

মীরসরাই (চট্টগ্রাম): মীরসরাইয়ের বারইয়ারহাটের অগ্নিকাণ্ডে চার সহোদরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

মঙ্গলবার রাতে চিনকির আস্তানা মাজারের পাশে শিয়ারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফেনী জেলা শহর থেকে ফায়ার সাভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুত্যিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

প্রদক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার রাতে বেলালের বসতঘরে আগুন দেখে স্থানীয়রা চিৎকার শুরু করেন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একে একে নুনু মিয়ার চার ছেলে বেলাল হোসেন, জালাল আহম্মদ, জসিম ও রফিকের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে টাকা, তিনটি গবাদি পশু, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে। পরে ফেনী জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইয়া পিন্টু ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়