সাভারে ব্যবসায়ীকে হত্যার পর টাকা ছিনতাই
সাভার : সাভারে কামরুজ্জামান (২৯) নামের এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার পর টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রোমান নামের অপর এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে সাভার পৌর এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী রাজবাড়ীর পাংশা এলাকার সেকেন্দার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ব্যবসায়ী কামরুজ্জামান সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার ভরসা সুপার মার্কেটে স্থানীয় বিকাশ এজেন্ট ব্যবসায়ী ছিলেন। সোমবার রাতে দোকান বন্ধ করে ম্যানেজার রোমানকে সাথে নিয়ে তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ১২টার দিকে মন্ডল প্লাজার সামনে স্থানীয় একটি সড়কে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাঁদের সঙ্গে থাকা ৫ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাঁদেরকে কুপিয়ে গুরুতর জখম করে টাকার ব্যাগ ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের মধ্যে ব্যবসায়ী কামরুজ্জামানকে মৃত ঘোষণা করে। আহত রোমানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত টাকা উদ্ধার বা ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে নিহতের স্ত্রী তানিয়া সুলতানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম