News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৪, ১৮ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪৯, ১৮ জানুয়ারি ২০২০

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আশঙ্কাজনক ২

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, আশঙ্কাজনক ২

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই প্রতিষ্ঠানের চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত তিনটার দিকে রনি স্টিল মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- জাবিদুল ইসলাম (৪৫), ইনামুল হক (৩৫), সাইফুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪০)।

শ্যামপুর থানার ডিউটি অফিসার আশরাফি নিউজবাংলাদেশকে জানান, মধ্যরাতে রনি স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিককে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

ঢামেক হাসাপাতালের বার্ন অ্যাণ্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, দগ্ধ জাবিদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ এবং ইনামুলের ৭৫ শতাংশ পুড়ে গেছে। বাকি দুইজনের অবস্থা আশঙ্কামুক্ত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়