সালাহ উদ্দিন আত্মগোপনে রয়েছেন
ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, বিএনপি যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আগেও আত্মগোপনে ছিলেন, এখনো আত্মগোপনে রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একথা জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করে বলেন, “সালাহ উদ্দিন আগেও আত্নগোপনে থেকে বিভিন্ন সময় তালেবান স্টাইলে গণমাধ্যমে বার্তা পাঠাতেন। তাই সে সময় থেকেই আমরা তার খোঁজ করছি। গোয়েন্দা পুলিশও তাকে খুঁজছে।”
বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়া আনার প্রসঙ্গে তিনি বলেন, “অনেক দিন ধরেই আমরা বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে সব দেশ ফাঁসির আসামি ফিরিয়ে দিতে চায় না। তারপরও আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে আনার।”
নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের আসামি নূর হোসেনসহ যেসব চিহ্নিত সন্ত্রাসী এখনো ভারতে অবস্থান করছে, তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, “নূর হোসেনকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা শেষ পর্যায়ে রয়েছে। একে একে অন্য সন্ত্রাসীদেরও দেশে ফিরিয়ে আনা হবে।”
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি এ এম এম সালেহ, মহাসচিব মোহাম্মদ মোবারক আলী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম