News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৬, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৩, ১৮ জানুয়ারি ২০২০

২০৫০ সালের মধ্যে ইউরোপ-আমেরিকা হবে দেশ: জাফর ইকবাল

২০৫০ সালের মধ্যে ইউরোপ-আমেরিকা হবে দেশ: জাফর ইকবাল

ব্রাহ্মণবাড়িয়া: ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, “২০৫০ সালের মধ্যে দেশ অনেক এগিয়ে যাবে। ইউরোপ-আমেরিকার মতো হবে আমাদের এদেশ। তখন সেখানকার ছাত্র-ছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবে। তাদেরকে পড়াবে আমাদের দেশের শিক্ষকরা।”


মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চিনাইরে শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, “২০৫০ সালের মধ্যে দেশ অনেক এগিয়ে যাবে। ইউরোপ-আমেরিকার মতো হবে আমাদের এদেশ। তখন সেখানকার ছাত্র-ছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবে। তাদেরকে পড়াবে আমাদের দেশের শিক্ষকরা।”

মুক্তিযোদ্ধাদের দেখামাত্র সম্মান জানিয়ে হাত মিলিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য আহবান জানান তিনি।

ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। এদেশ নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন, দুশ্চিন্তা করেন। কিন্তু আমি মনে করি, যেদেশের ছেলে-মেয়েরা এক কাতারে বসে পড়াশুনা করে এবং সমানভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছে, সেদেশকে কখনো ঠেকিয়ে রাখা যাবে না।”

অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য রআম উবায়দুল মোক্তাদির চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওছার, ড. ইয়াছমিন হক, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রধান শিক্ষক সালমা বারী, প্রধান শিক্ষক ফরিদা নাজমীন প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মকবুল আহমেদ। অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিশুকে বৃত্তি প্রদান করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়