News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০৫, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৪, ১৮ জানুয়ারি ২০২০

শিশু দিবসে শিশুদের সঙ্গে তথ্যমন্ত্রী

শিশু দিবসে শিশুদের সঙ্গে তথ্যমন্ত্রী

ঢাকা: বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সকালে তিনি রাজধানীর তেজগাঁওয়ে ‘বটমলে হোম গার্লস হাইস্কুল’ প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিশুদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা ঘটনা, তার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ ও দেশের কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এজন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল কীর্তিমান বাঙালির জীবন থেকে শিক্ষা নিতে হবে।”

হাসানুল হক ইনু বলেন, “আদর্শ মানুষ হতে হলে জানতে হবে, কারা স্বাধীনতার পক্ষে, কারা বিপক্ষে। কারা মানুষের ভালো করে, আর কারা কষ্ট দেয়।”

‘টিফিনের ফাঁকে’ নামে এনটিভির একটি শিশুতোষ অনুষ্ঠানের ৫০০তম পর্ব উদ্বোধন উপলক্ষে এনটিভি এ শিশুমেলার আয়োজন করে।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়