News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১০, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৫, ১৮ জানুয়ারি ২০২০

বেনাপোল সীমান্তে ৩৫ জন আটক

বেনাপোল সীমান্তে ৩৫ জন আটক

যশোর: যশোর জেলার বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৩৫ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার ভোর ৬টায় চেকপোস্টের রেল লাইন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন-ফোরকান, মানিক হালদার, কালু খন্দকার, নাহিদুল, শ্রীকৃষ্ণ, সজল হালদার, বক্কর মোল্লা, জয়নাল, অনিক, আব্দুর রহমান, তাজু শেখ, ফরহাদ, পুতুল, তিলক, রোকসনা, হামিদা, সুমি, মালতি, শেফালী, জোহরা, আরজিনা, কল্পনা, সুমন, গৌরঙ্গ, দিপা, দেলালি, পলি, বাসনা, আরজিনা, মিনা, সপ্না, বিনা, নূরজাহান, সোমা ও নাসিমা। এদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন সংবাদ আসে একদল নারী, পুরুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এপারে আসছে। পরে ওই সীমান্তে অভিযান চালালে দালাল চক্র ৩৫ নারী-পুরুষ ও শিশুকে ফেলে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ওই ৩৫ জনকে আটক করা হয়। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সেখান থেকে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় বিজিবি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়