অভিজিৎ হত্যাকাণ্ড পুলিশের ব্যর্থতা: খায়রুল হক
ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সময় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইন কমিশনের চেয়ারম্যান, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেছেন, “অভিজিৎ হত্যাকাণ্ডের ব্যর্থতার দায় নিয়ে পুলিশ মহাপরিদর্শকের সেদিনই পদত্যাগ করা উচিৎ ছিল।”
সোমবার ধানমণ্ডির ডাব্লিওভিএ মিলনায়তনে ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘অভিজিৎ হত্যা ও চলমান সন্ত্রাস, সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক সভায় বিচারপতি খায়রুল হক এ মন্তব্য করেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হক উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়ও ছিলেন।
আইন কমিশন চেয়ারম্যান বলেন, “আমরা সাধারণ ও অসহায় মানুষ। আমরা আগুনে পুড়ছি। আমরা বিচারালয়ের প্রতি আস্থা হারিয়ে না ফেলি।”
তিনি বলেন, “পুলিশের কেনো এফবিআইকে ডাকতে হবে? এফবিআই যে গ্রামার মেনে তদন্ত করে তাদেরও তো একই গ্রামার মেনে তদন্ত করার কথা। একই প্রশিক্ষণ, একই প্রক্রিয়া, তবে তাদের আসার প্রয়োজন হয় কেনো?”
খায়রুল হক পুলিশের প্রতি কিছু প্রশ্ন রেখে আরও বলেন, “অভিজিৎকে হত্যার এ ঘটনা যদি ম্যানহাটনে হতো, তাহলে কী হতো? ১৫ গজ দূরে বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়ে ছিলো। তাদের কি উচিত ছিল না, ঘটনাস্থলে দ্রুত যাওয়া? তাদের কি উচিত ছিল না, পুলিশের গাড়ি ব্যবহার করে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া? তাদের কি উচিত ছিল না, বন্যা আহমেদকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা?”
গত ২৬ ফেব্রুয়ারি বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে খুন হন অভিজিৎ। মুক্তমনা ব্লগ সাইটের পরিচালক অভিজিৎ যুক্তরাষ্ট্রে থাকতেন। ধর্মীয় উগ্রবাদীদের হুমকির মুখে ছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম