এপ্রিলের মধ্যেই নির্বাচনের পরামর্শ আইজিপির
ঢাকা: জুনে নয়, এপ্রিল মাসের মধ্যেই সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
সোমবার সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের আইজিপি এ কথা বলেন। বিকেল পৌনে চারটার দিকে এ বৈঠক শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত চলে।
আইজিপি বলেন, “আমরা এপ্রিলের মাঝে নির্বাচনের বিষয়ে প্রস্তাব করেছি। ইসি এ বিষয়টি ভেবে দেখবে বলে আমাদেরকে জানিয়েছে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, “দ্বিধাহীনভাবে বলতে পারি, আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক আছে। তবে তফসিল ঘোষণার পরে এ পরিস্থিতির আরও উন্নতি হবে। জনগণই নিরাপত্তা নিশ্চিত করবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের এ প্রধান বলেন, “ভিন্ন ভিন্ন তারিখে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই। তবে সম্ভবত তিন সিটি কর্পোরেশনের নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।”
এ সময় আইজিপির সঙ্গে ঢাকা মেট্রোপলিটন কমিশনার (ডিএমপি) আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম
নিউজবাংলাদেশ.কম