নবায়ন হচ্ছে ইরান-বাংলাদেশ সংস্কৃতি বিনিময় চুক্তি: সংস্কৃতিমন্ত্রী
ঢাকা: নতুন করে ইরান-বাংলাদেশ সংস্কৃতি বিনিময় চুক্তি করবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। মে মাসে ইরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।
সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড.আব্বাস ভায়েজির সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী একথা বলেন। এসময় সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ইরান দূতাবাসের কাউন্সিলর বাহরাম সাইফজাদেহ উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, “বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এর ধারাবাহিকতায় পরবর্তীকালে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা নতুন মেয়াদে করার জন্য একটি প্রস্তাব এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইরানে পাঠানো হয়েছে। এটি সম্পন্ন হলে দেশ দুটির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।”
তিনি বলেন, “দুদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ যেমন ইরানকে সহযোগিতা করে আসছে, তেমনি ইরানও বাংলাদেশকে সমর্থন দিয়ে আসছে।”
মন্ত্রী আরও বলেন, “সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, ধর্মীয় রীতি-নীতিসহ বিভিন্ন দিক থেকে ইরানের সাথে বাংলাদেশের রয়েছে তাৎপর্যপূর্ণ সাদৃশ্য। সমৃদ্ধ কাব্য-সাহিত্য ও সংস্কৃতিতে ইরান বিশ্বব্যাপী সুপরিচিত ও সমাদৃত। এর প্রভাব আমাদের সাহিত্য-সংস্কৃতিতেও রয়েছে। বাংলা ও ফারসি ভাষার মধ্যে অনেক যোগসূত্র বিদ্যমান। ভাষা, সংস্কৃতি, ধর্মীয় রীতি-নীতির এ সাদৃশ্য আমাদের সম্পর্ককে সুদৃঢ় করেছে।”
ইরানের রাষ্ট্রদূত বলেন,“ ইরান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। উভয় দেশ অত্যন্ত আন্তরিকতার সাথে পরস্পরের সাথে কাজ করে যাচ্ছে। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে সাংস্কৃতিক আদান-প্রদান। এদেশের সংস্কৃতিকে ইরানের মানুষের কাছে এবং ইরানের সংস্কৃতিকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে দুদেশ সচেষ্ট আছে। এর ধারাবাহিকতায় নতুন মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালুর ব্যাপারে বাংলাদেশ থেকে যে প্রস্তাব ইরানে পাঠানো হয়েছে তা অচিরেই কার্যকর করতে ইরান পদক্ষেপ গ্রহণ করবে।”
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম