তামাক নিয়ন্ত্রণ আইন পাসে অভিনন্দন
ঢাকা: তামাক নিয়ন্ত্রণ আইন পাস হওয়ায় সরকারকে অভিন্দন জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারকে ধন্যবাদ জানাই আইন করার জন্য। কিন্তু আমরা চাই, এ আইন যাতে দ্রুত কার্যকর করা হয়। সরকারের কাছে অনুরোধ এ আইন যাতে দ্রুত বাস্তবায়ন করা হয়।
বক্তারা আরও বলেন, “রাস্তাঘাটসহ যেসব স্থানে তামাকের বিজ্ঞাপন আছে তা অবিলম্বে উচ্ছেদ করা হোক। বিভিন্ন নাটক সিনেমাতে তামাকের উপস্থাপন যেন না করা হয়। তামাকের বিভিন্ন কোম্পানি সমূহকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়, তা বন্ধ করা হোক।”
এ সমস্ত কার্যক্রমের মাধ্যমে তামাককে উৎসাহিত করা হয় বলে তারা মনে করেন।
মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন মাদক বিরোধী সংগঠন ‘প্রত্যাশা’, ‘মানবিক’, ‘নাটাব’ , ‘ডব্লিউবিবি ট্রাস্ট’, ‘অরুণোদয়ের তরুণ দল’, ‘স্পন্দন’, ‘হিমু পরিবহন’সহ পনেরোটি সংগঠন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সংগঠন ‘প্রত্যাশা’র জেনারেল সেক্রেটারি হেলাল আহমেদ, দ্যা ইউনিয়নের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, মানবিকের উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন, ডব্লিউবিবি ট্রাস্ট এর কোঅর্ডিনেটর আমিনুল ইসলাম সুমন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম