বিসিকের চেয়ারম্যানকে দুদকের দায়মুক্তি
ঢাকা: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন`র (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খানকে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগের মামলা থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদক কমিশন থেকে বিষয়টি এফআরটির (অব্যাহতি) মাধ্যমে নিস্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছে, বিষয়টি একটি পত্র মারফত বিসিক কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে।
আহমদ হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) থাকা অবস্থায় তাকে প্রধান আসামী করে ২০১৪ সালের ৯ জুন রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে দুদক। দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
দুদক সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকাকালে আহমদ হোসেন ঢাকা-ব্যাংকক ভ্রমণের সময় অবৈধভাবে স্ত্রী ও পুত্রের পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে বিমান ভাড়ার সুবিধা নিয়েছেন। বিশ্বব্যাংকের অর্থায়নকৃত একটি প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি এ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছিল।
উল্লেখ্য, মামলার তদন্তকালীন সময়ে ঐ পরামর্শক প্রতিষ্ঠানটি বিমান ভাড়া বাবদ ৪৩ হাজার ৪৬৯ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ায় অভিযোগ থেকে আসামীদের অব্যাহতি দেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম