News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১১, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২০

ফেসবুকের কাছে ৫ টি আইডি সম্পর্কে তথ্য চেয়েছে সরকার

ফেসবুকের কাছে ৫ টি আইডি সম্পর্কে তথ্য চেয়েছে সরকার

সরকার ৫টি অ্যাকাউন্ট (অাইডি) সম্পর্কে বিশদ তথ্য চেয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে। ফেসবুকে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিভিন্ন দেশের সরকার ও সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য চেয়ে করা আবেদনের ভিত্তিতে ফেসবুক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সোমবার। প্রতি ৬ মাস পর পর ফেসবুক এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে থাকে। এই নিয়ে গত দেড় বছরে ৩৪ জনের বিষয়ে তথ্য চেয়ে ফেসবুকের কাছে অনুরোধ জানালো বাংলাদেশ সরকার। ফেসবুকের দাবি, সরকারের অনুরোধে বাংলাদেশকে এখনও কোনও তথ্য দেয়া হয়নি।

ফেসবুক প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে ১৭ জনের (অাইডির) তথ্য চেয়ে অনুরোধ করেছিল সরকার। এর অাগে গত বছরের (২০১৩) প্রথম ছয় মাসে ফেসবুকের কাছে ১২টি অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল। 

২০১৪ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক তাতে দেখা গেছে বিশ্বের ৮৮টি দেশ থেকে ৫০ হাজার ২৩৪ জনের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ২১ হাজার ৭৩১টি অাইডির তথ্য চেয়েছে দেশটির সরকার। যুক্তরাজ্যে চেয়েছে ২ হাজার ৮৯০টি  অাইডির তথ্য। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও এবার তথ্য চাওয়ার পরিমাণ বেড়েছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অনুরোধ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারত সরকার ফেসুবকের কাছে ৫ হাজার ৪৭৩টি অাবেদনের মাধ্যমে ৭ হাজার ২৮১ জনের তথ্য চেয়ে পাঠায়। এর প্রায় ৪৫ শতাংশ তথ্য ফেসবুক ভারতকে দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান ১০০টি অাবেদনের মাধ্যমে ১৫২ জনের তথ্য চায় ফেসবুকের কাছে। মোট অাবেদনের ৪২ শতাংশ তথ্য পাকিস্তান সরকারকে দিয়েছে বলে ফেসবুকের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার নিজের ওয়ালে এই প্রতিবেদন প্রকাশ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুক প্রকাশিত পুরো রিপোর্টটি পড়তে ক্লিক করুন: https://govtrequests.facebook.com/?pnref=story

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়