News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২০

মন্ত্রিসভায় দুটি আইনের খসড়া অনুমোদিত

মন্ত্রিসভায় দুটি আইনের খসড়া অনুমোদিত

ঢাকা: দি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইন, ২০১৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ আইন দুটির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

দি ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইন, ২০১৫ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যুক্তরাষ্ট্রে ১৯৪৪ সালে একটি আন্তর্জাতিক সংস্থার সূচনা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৯৭২ সালে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল অর্ডারের মাধ্যমে আইএফসির সঙ্গে কাজ শুরু করে বাংলাদেশ। পরে ১৯৭৬ সালে একটি অর্ডিনেন্স জারি করা হয়। বর্তমানে উচ্চ আদালতের একটি নির্দেশনার আলোকে অর্ডিনেন্সগুলোকে প্রয়োজন অনুযায়ী আইনে পরিণত করা হচ্ছে। এরই প্রেক্ষিতি আইএফসি আইনটি বাংলায় করা হচ্ছে।

তিনি বলেন, এই আইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন করা হয়নি, শুধু আইএফসির কর্মকর্তাদের প্রয়োজনীয় পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার সংরক্ষণ করা হচ্ছে। এক্ষেত্রে তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্যের প্রবেশাধিকার এবং এসব পণ্য বিক্রির ক্ষেত্রে এনবিআরএ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আইন, ২০১৫ সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭০-এর দশকে চালু হওয়া পল্লী উন্নয়ন একাডেমিকে পরবর্তীতে বোর্ড হিসেবে গঠন করা হয়েছে। এছাড়া বিআরডিবির সহায়তাপুষ্ট অনেক সংস্থা রয়েছে যারা নিবন্ধিত নয়। এসব অনিবন্ধিত সংস্থাকে আইনী কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে, আগে বোর্ডের চেয়ারম্যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলেও এক্ষেত্রে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিচালনা পরিষদের সদস্যদের মেয়াদ এক বছরের থাকলেও সংশোধনের মাধ্যমে তা তিন বছর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়